মোঃ আব্দুল আজিজ
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭)-২০২৪ শুরু হয়েছে।
গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার।
এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামীম হাসান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুজ্জামান, উপজেলা আইসিটি অফিসার শাহিনুর রহমান, ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক টুকুন, খানমরিচ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন, ফিরোজ মাহমুদ ও ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার সাখাওয়াত হোসেন।
উদ্বোধনী দিনে পার-ভাঙ্গুড়া ইউনিয়ন বনাম মন্ডতোষ ইউনিয়ন ও ভাঙ্গুড়া পৌরসভা বনাম ভাঙ্গুড়া ইউনিয়নের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।