সাতক্ষীরা জেলা প্রতিনিধি: এস এম তাজুল হাসান সাদ
সাতক্ষীরা জেলা কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর মৌজার ২.৩৯ একর জমি থেকে ১৩ পরিবারকে উচ্ছেদ করা হয়েছে।
সোমবার (২৪ জুন) বেলা ১টার দিকে রামনগর গ্রামের দিঘির খাল সংলগ্ন এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। জানা যায় রামনগর মৌজার২৫১,২৫৭,৪৮৯,৪৯০, খতিয়ানে ৩.৮০ একর জায়গা রামনগর গ্রামের শেখ শাহাবাজ আলীর ওয়ারেশরা শান্তিপূর্ণ ভোগদখল করত ২০১০ সালে জায়গাটির পাশ দিয়ে বয়ে যাওয়া দিঘির খাল খননের পর কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের তৎকালিন চেয়ারম্যান কে এম মোশাররফ হোসেন জায়গাটি খাস খতিয়ান ভুক্ত দাবী করে "মোশাররফ হোসেন আদর্শ গ্রাম" নাম করণের মাধ্যমে ভূমিহীন দাবিদার ১৭ টি পরিবারকে উক্ত যায়গাটিতে পূর্নবাসন করে। সেই থেকে পরিবারগুলো সেখানে বসবাস করে আসছিল।
এদিকে মোশাররফ হোসেনের প্রভাবে জমির মালিকানা হারিয়ে শেখ শাহাবাজ হোসেনের ওয়ারেশদের পক্ষে তার পুত্র শেখ শাহাদাত হোসেন জমিটির প্রকৃত মালিক দাবি করে দখল ফিরে পেতে ২০১০ সালে দেওয়ানি মামলা রুজু করে ১৪ বছর ধরে চলমান মামলাটির সকল প্রক্রিয়া শেষে চূড়ান্ত রায়ে বাদি শেখ শাহাদাত হোসেনের পক্ষে রায় প্রদান করে বিজ্ঞ আদালত। এবং সর্বশেষ দেওয়ানী জারী ০২/২০১৭ মামলার ডিগ্রিদার পক্ষকে ২.৩৯ একর জমি হতে উচ্ছেদ অভিযান পরিচালনার আদেশ জারি করে বিজ্ঞ আদালত। সে অনুযায়ী জেলা জর্জ আদালত সাতক্ষীরা এর জারি কারক শেখ সফিকুল ইসলাম এবং কাজি আলমগীর এর উপস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগীতায় চিহ্নিত ২.৩৯ একর যায়গা থেকে আদালতের নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনার মাধ্যমে ১৩ পরিবারকে উচ্ছেদ করা হয়। তবে উচ্ছেদ হওয়া পরিবারের সদস্য আব্দুল আজিজ, সফুরা খাতুন, খাদিজা খাতুন ও সিরাজুল ইসলাম সহ অনেকেই জানান উচ্ছেদ এর পূর্বে তাদেরকে কোন প্রকার নোটিশ দেওয়া হয়নি, নোটিশ ছাড়াই হটাৎ করে তাদের বসত বাড়ি ভেঙে দেওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছে।
উপস্থিত অনেকেই উচ্ছেদকৃত ১৩ পরিবারের পূর্নবাসনের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালিত হলে সেটি মানবিক হত বলে অভিমত প্রকাশ করেন অনেকে।