সোমবার (২৪ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।র্যালি শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার নাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান,ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী,মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিল্লাল হোসেন, পোতাজিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর জাহান (বাচ্চু), উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন , আবু সাঈদ এসবিপিএ , কৃষি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জেরিন আহমেদ।পরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়। এবং কৃষি মেলাতে মোট ১৫ টি স্টল বসেছে।
এ সময় শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ কামরুজ্জামান স্যারের ভাষায় বোঝা যায় শাহজাদপুরে শিক্ষা , চিকিৎসায় নয় শাহজাদপুর কে একটি মডেল শাহজাদপুরে রূপান্তর করা হবে।
দৈনিক নিউজ রিপোর্টার
মো: মোসলেম উদ্দিন সিরাজী
উপজেলা প্রতিনিধি