আশরাফুল আলম সরকার
নিজস্ব প্রতিবাদক
চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ সাবিরুল ইসলাম। এ সময় বাক্য পাঠ করেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট জামিল হাসান দুর্জয়, বাক্য পাঠ করেন নবনির্বাচিত শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোঃ নাসির মোড়ল ও বাক্য পাঠ করেন শ্রীপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মৎ সানজিদা রহমান। বাংলাদেশ সরকারের মাননীয় প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রোমান আলী টুসি এমপি ও নবনির্বাচিত শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট জামিল হাসান দুর্জয় ও প্রয়াত নেতা সাবেক সফল প্রতিমন্ত্রী এমপি আলহাজ্ব এডভোকেট রহমত আলী সাহেবের লালিত স্বপ্ন কে বাস্তবায়ন করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের সাথে নিয়ে শ্রীপুর উপজেলা কে শান্তির শ্রীপুর গড়ার লক্ষ্যে কাজ করে যাবেন বলে জানান। নবনির্বাচিত চেয়ারম্যান মহোদয় প্রয়াত প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা রহমত আলী এমপি মহোদয়ের পরিবারের সকলের প্রতি দোয়া চেয়ে এবং শ্রীপুরবাসীকে শুভেচ্ছা জানিয়ে শ্রীপুরের উন্নয়নের সার্বিক সহযোগিতা চেয়েছেন তিনি।