মো: লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-
কুষ্টিয়া ভেড়ামারাতে অস্বাস্থ্যকর পরিবেশে দই মিষ্টি বিক্রি দেখার যেন কেউ নেই। জানা যায় ভেড়ামারা উপজেলার শহরের প্রাণকেন্দ্র নিউ বনফুল সুইটস এন্ড দই ঘর খোলামেলাভাবে বিক্রি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে দই মিষ্টি। সরেজমিনে দেখা যায় নিউ বনফুল সুইটস এন্ড দই ঘরে মাছি তেলাপোকা ও ময়লা আবর্জনার পলিথিন দিয়ে রাখা হয়েছে মিষ্টি ।
আশেপাশের ব্যবসায়ীরা বলেন তাকে বারবার নিষেধ করলেও কোনো কর্ণপাত করেন না। নিউ বনফুল সুইটস এন্ড দই ঘরের মিষ্টি খেয়ে অসুস্থ হয়েছিল এমন ব্যক্তিদের সাথে কথা হলে তারা বলেন এই নিউ বনফুল সুইটস এন্ড দই ঘরের মিষ্টি খেয়ে পেটের সমস্যা হয়েছে তারা অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করে এবং মশা মাছি তেলাপোকা দেখা যায় আমরা প্রতিবাদ করলে দোকান মালিক কোন কর্ণপাত করে না।
এ বিষয়ে নিউ বনফুল সুইটস এন্ড দই ঘরের মালিকের মুঠোফোনে একাধিকবার কল দিলে তিনি ফোন রিসিভ করেন নাই
স্থানীয় ব্যবসায়ীরা বলেন এই নোংরা পরিবেশে মিষ্টির দোকান প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেয়া। এই অস্বাস্থ্যকর দোকান থেকে মিষ্টি খেলে বিভিন্ন পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা আরো বলেন প্রশাসনের লোকজন সার্বক্ষণিক এই রাস্তা দিয়ে চলাচল করে কিন্তু কোন প্রতিবাদ করেনা। এব্যপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর বলেন আমি সরেজমিনে গিয়ে তদন্ত করে জরুরি ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।