২৫ শে জুন মঙ্গলবার, দুপুর বারোটা থেকে, গড়িয়াহাট থানার উদ্যোগে এবং হকার ইউনিয়নের সহযোগিতায় গোলপার্ক থেকে ট্যাংগুলার পার্ক পর্যন্ত হকার্স অভিযান চালায়, দুপুর তিনটে পর্যন্ত চলতে থাকে, জানা যায় বারবার হকার্সদের সাবধান করা সত্ত্বেও না শোনায় এই অভিযান,
যেসব দোকান আইনিভাবে বাড়িয়ে রাস্তার মধ্যে জিনিস রেখে ব্যবসা করছিলেন, এবং রেজিস্ট্রেশন থাকলেও তার বেশি জায়গা দখল করে বসেছিলেন,, মাথার উপর প্লাস্টিক ব্যবহার করতেন, সমস্ত কিছু ছিড়ে ফেলে দেয়া হয়েছে এবং জানিয়ে দিয়েছেন অবিলম্বে নির্দিষ্ট জায়গায় বসে ব্যবসা করতে, কোনোভাবেই প্লাস্টিক ব্যবহার করা যাবে না, নির্দিষ্ট মাপের মধ্যে বসে ব্যবসা করতে হবে। এমনকি যাহারা মাপের বাইরে তিল লাগিয়েছিলেন তাদেরকে বলে দেয়া হয়েছে কেটে ফেলে দিতে,
শুধু শুধু প্লাস্টিক আর দোকানের জিনিসপত্র ছাড়া নিয়ে প্রতিটি দোকান থেকে একজন একজন করে দোকানদারদের তুলে নেয়া হয়ে তুলে নিয়ে গেছেন ভ্যানে করে থানায়,
তবে জানা যায় যে উপরমহলের চাপেই আজকের এই অভিযান, তাহারা জানালেন কোন রকম ভাবেই রাস্তা দখল করে ব্যবসা করা যাবে না। এমনকি ফুচকা দোকান কেউ তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং যিনি ফুচক বিক্রি করতেন তাকেও তুলে নিয়ে যাওয়া হয়েছে। তবে দোকানদাররা বারবার অনুরোধ করলেও আমরা খুলে নিচ্ছি বলে, কোনো রকম কর্ণপাত করেননি অফিসারেরা ,তারা জানালেন এতদিন ধরে আমরা বলে এসেছি, কিন্তু দোকানদাররা কোন রকম উদ্যোগ নেননি।
তবে যাহারা আজকের দায়িত্বে ছিলেন, কোনভাবেই আজকের এই অভিযান নিয়ে মুখ খুলতে চান না, তারা বলেন আমাদেরকে প্রশ্ন করবেন না আমরা এর উত্তর দেব না, যা কিছু জানার থাকলে , হেডকোয়ার্টারে জানবেন। তবে শান্তিপূর্ণভাবে অভিযান শেষ করেছেন , কোন রকম গন্ডগোল বা তর্কাতর্কি হয়নি। প্রায় আড়াইশো থেকে 300 দোকানে অভিযান চালায়।
রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা