আব্দুল মজিদ (স্টাফ রিপোর্টার) সিরাজগঞ্জের কাজিপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুন (সোমবার) দুপুর একটায় উপজেলা পরিষদের হলরুমে প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুতেই সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ফুলেল শুভেচ্ছা জানান। একে একে সবাই পরিচিত হন।
এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান সেলিম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা হক, বিদায় ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, ইউএনও সোহরাব হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলাম, অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার চিত্রা রানী সাহা, তথ্য আপা মৌসুমী।
জনপ্রতিনিধি নাটুয়ারপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান চাঁন, মাইজবাড়ী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শওকত হোসেন, কাজিপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব, চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, তেকানী ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, শুভগাছা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, নিশ্চিন্তপুর ইউপি চেয়ারম্যান খায়রুল কবির প্রমুখ।