হারুন শেখ বাগেরহাট জেলা।।
অপুষ্ট শিশুর পরিবারে আর্থিক উন্নয়ন ও পুষ্টি চাহিদা পূরণে বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা সহ ৫টি ইউনিয়নের ৬৩০টি অপুষ্ট শিশুর পরিবারের মাঝে ৬,৩০০ টি হাঁস বিতরণ করেছে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা সদর আব্দুল আজিজ মেমোরিয়াল বহুমূখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোরেলগঞ্জ এপি’র উদ্যোগে মোরেলগঞ্জ পৌরসভাসহ সদর ইউনিয়নের২১০টি অপুষ্ট শিশুর পরিবারের মাঝে এ হাঁস বিতারণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান,এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি)মোঃ বদরুদ্দোজা,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোরেলগঞ্জ এরিয়া প্রগ্রাম অফিসার, মিলিতা সরকার,(ওয়াই, পি)নন্দিতা রিছিল,(এফ,সি)শিউলি আক্তার,মোরেলগঞ্জ পশু হাসপাতালের লাইভ স্টক সার্ভিসিং প্রভাইটর জয়দেব কুমার পাইক,আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃসাখাওয়াত হোসেনসহ আরো অনেকে।একই সময়ে উপজেলার, বারইখালি,খাঁউলিয়া,নিশানবাড়িয়া ও জিউধরা ইউনিয়নেও হাঁস বিতারণের এই কার্যক্রম পরিচালনা করা হয়। হাঁস বিতরণের বিষয়ে সংস্থাটির মোরেলগঞ্জ এপি প্রগ্রাম অফিসার মিলিতা সরকার বলেন,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পক্ষ থেকে পৌরসভাসহ ৫টি ইউনিয়নের মোট ৬৩০টি পরিবারের প্রতিটি পরিবারে ৪ মাস বয়সি ১০টি করে ‘খাকি ক্যাম্বেল’ জাতের হাঁস বিনামূল্যে বিতরণ করা হয়েছে।হাঁসের সুবিধাভোগী পরিবারগুলো পুষ্টি সংকটে ভুগছিলো। হাঁস পালনের বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। হাঁসগুলো ওইসব পরিবারের পুষ্টি ও অর্থনৈতিক সংকট কাটাতে সহায়ক ভূমিকা রাখবে বলেও জানান তিনি।