মোঃ আব্দুল হাই জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটে একটি প্রাইভেট কারসহ ২৪ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-৫ । মঙ্গলবার (২৫ শে জুন) বিকেল সাড়ে ৪টার দিকে জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায় জয়পুরহাট সদর থানাধীন কদমগাছী এলাকায় র্যাব কর্তৃত মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন সময়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে প্রাইভেট কার ফেলে পালিয়ে যায় মাদক কারবারিরা । পরে সেই কার গাড়িতে তল্লাশী করে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।