শাহজাহান আলীঃ স্টাফ রিপোর্টার
বগুড়ার ধনুট উপজেলায় আবাদি জমি থেকে খনন যন্ত্র দিয়ে অবৈধভাবে মাটি কেটে বানিজ্যের অভিযোগে ভ্রাম্যমান আদালত ইউনুস আলী(৪০) নামের এক মাটি ব্যবসায়ীকে
৩ মাসের কারাদণ্ড দিয়েছেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) আশক খান অভিযান চালিয়ে এ দন্ডাদেশ দেন।
২৫ জুন(মঙ্গলবার) দুপুরের পর দন্ডপ্রাপ্ত আসামি ইউনুস আলীকে ধনুট থানা থেকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। দন্ডপ্রাপ্ত আসামি ইউনুস আলী ধনুট উপজেলাধীন চিকাশি ইউনিয়নের জোড়াশিমুল গ্রামের সোহরব প্রামাণিকের ছেলে।
থানা সূত্রে জানা যায়, ইউনুস আলী এলাকার চিহ্নিত মাটি ও বালু ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন স্হানে ফসলি জমি থেকে খনন যন্ত্র দিয়ে অবৈধভাবে মাটি কেটে এবং ভূগর্ভস্থল থেকে বালু উত্তোলন করে বিক্রি করে।তারই ধারাবাহিকতায় সোমবার(২৪ জুন)সন্ধ্যার দিকে উপজেলার বড় চাপড়া গ্রামে তিন ফসলি জমি থেকে খনন যন্ত্র দিয়ে অবৈধভাবে মাটি কাটতে থাকে। সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালতের টিম অভিযান পরিচালনা করেন।
ধনুট থানার অফিসার ইনচার্জ(ওসি) সৈকত হাসান এসব তথ্য নিশ্চিত করে বলেন, বালু মহল ও মাটি ব্যবস্হাপনা আইন-২০০১ লঙ্ঘনের অপরাধ ১৫(১) ধারায় দন্ডপ্রাপ্ত আসামি ইউনুস আলীকে কারাগারে পাঠানো হয়েছে।