স্টার্ফ রিপোর্টারঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিষধর সাপে কাটা রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত এন্টিভেনম মজুদ করা রয়েছে।
এ বিষয়ে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সাজিয়া আফরিনের সাথে মঙ্গলবার মুঠোফোনে কথা হলে তিনি জানান, আপাতত বিষধর সাপে কাটা তিন(৩) জন রোগীকে সম্পূর্ণভাবে সেবা দেওয়ার মতো পর্যাপ্ত এন্টিভেনম রয়েছে,এবং চাহিদা বাড়লে আরোও এন্টিভেনম সরবরাহের সুযোগ রয়েছে। তিনি পরামর্শ দিয়েছেন রাসেলস ভাইপার সাপের দংশন নিয়ে কাউকে আতংকিত না হতে হয়।
এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অফিসিয়াল আইডি থেকে লিখিত স্ট্যাটাসের মাধ্যমে প্রকাশ করেন সাঘাটার নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী ও নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, চলমান সময়ে বিষাক্ত রাসেলস ভাইপার সাপের আতংক ছড়িয়েছে সারা দেশ ব্যাপী। বিভিন্ন স্থানে এ সাপের দংশনে মৃত্যুবরণ করার ঘটনাও ঘটেছে।
সঠিকসময়ে চিকিৎসার সুযোগ না থাকায় এ সাপের আতংক সাঘাটাবাসীদের উদ্বেগ ক্রমশ বাড়িয়ে তুলেছিল । তবে আশার আলো যুগিয়েছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষেধকের সরবরাহ করায়।