মোঃ মোবারক হোসেন নাদিম
বিশেষ প্রতিনিধি
নরসিংদী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জুন মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে।নরসিংদী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জুন ২০২৪ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম। এসময় বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং বিস্তারিত আলোচনান্তে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় বহুপাক্ষিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।উক্ত সভার সভাপতি উনার বক্তব্যে,সকল দপ্তরকে সমন্বয় করে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন।তাছাড়া তিনি আরও বলেন,জাতীয় সম্পদ রক্ষার্থে গ্যাসের অবৈধ সংযোগ দ্রুত বিচ্ছিন্ন করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।