আব্দুস সামাদ লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল লালমনিরহাট থানাধীন পৌরসভার ক্যান্টিন মোড় এলাকায় আল নাহিয়ান শিশূ পরিবার এর মূল ফটকের ৫০ গজ পশ্চিমে লালমনিরহাট টু পাটগ্রামগামী পাঁকা রাস্তার উপর হইতে আসামী ০১। মোঃ সফিকুল ইসলাম (৩৮), পিতা-মৃত সোলায়মান আলী, মাতা-মোছাঃ আছিমন বেওয়া, সাং-বনগ্রমা (গতামারী)০৬ নং ওয়ার্ড , কুলাঘাট ইউপি, থানা+জেলা-লালমনিরহাট কে 05 (পাচ) কেজি ৫০০ (পাচশত) গ্রাম মাদকদ্রব্য গাজা সহ ইং ২৫/০৬/২০২৪ তারিখ সময় রাত্রী ২২.২০ ঘটিকায় আটক করা হয়। এ বিষয়ে লালমনিরহাট সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
উদ্ধারকারী অফিসার : এস আই(নিঃ)/ নিজাম উদ দৌলা, সঙ্গীয় এএসআই(নিঃ)/ আব্দুল বারী সরকার ও সঙ্গীয় ফোর্স ।