মোঃ আব্দুল আজিজ
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদ খেলার মাঠে খানমরিচ ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে জয়লাভ করে ভাঙ্গুড়া ইউনিয়ন। এ জয়ে রেকর্ড পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার,ভাঙ্গুড়া উপজলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম হাফিজ রঞ্জু,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আজিদা পারভীন পাখিসহ আমন্ত্রিত অতিথিরা।
টুর্নামেন্টে ধারাবর্ণনায় ছিলেন ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওয়াত হোসেন, ফিরোজ মাহমুদ ও আব্দুল জলিল কষ্ট।