বিশেষ প্রতিনিধি:এস এম তাজুল হাসান সাদ
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান রোকেয়া মনসুর মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার (২৬ জুন) সকালে কলেজের হলরুমে।
অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়, সহকারী অধ্যাপক শ.ম মমতাজুর রহমান, ইন্দ্রজিত কুমার মন্ডল, নিয়াজ কওছার তুহিন, নাজিমুদ্দীন আহমেদ, সুকুমার ঘোষ, দেবব্রত কুমার মিস্ত্রী প্রমুখ। ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাসুদুর রহমান ও ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারী অধ্যাপক সুফিয়া খাতুন, প্রভাষক গোবিন্দ দুলাল বর, আমিনুর রহমান, শাহিনুর রহমান, হাফিজুর রহমানসহ কলেজের শিক্ষক, কর্মচারি, পরীক্ষার্থী ও একাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক আব্দুর রউফ।
এর আগে আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে এক প্রস্তুতি সভা কলেজের শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ একেএম জাফরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় কেন্দ্রের হলসুপার সহকারী অধ্যাপক নাজিমুদ্দীন আহমেদ, সহকারী হল সুপার দেবব্রত কুমার মিস্ত্রীসহ শিক্ষকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।