মোঃ আফতাবুল আলম
রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় পালিত হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামান হেনার ১০১তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।বুধবার (২৬ জুন) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার হলরুমে জন্মবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করেন এবং এ এইচ এম কামারুজ্জামানের ছবিতে ফুলেল মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের নব -নির্বাচিত চেয়ারম্যান আফজাল হোসেন বকুল।
এসময় উপস্থিত ছিলেন, মৌগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রধান শিক্ষক সোহরাব আলী খাঁন, ধুরইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার রবিউল ইসলাম, রায়ঘাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওসমান গনি, মোহনপুর উপজেলা কৃষকলীগের সভাপতি জমসেদ আলীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার আত্মত্যাগ তুলে ধরে আলোচনা করেন নেতাকর্মীরা। পরে শহীদ এর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।