সিরাজগঞ্জ: শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরিকল্পনা ও উন্নয়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) বিকেল ৪টার সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য মহোদয়ের সভাকক্ষে এই সভায় সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম।
কমিটির সম্মানিত সদস্য হিসেবে সভায় উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (পরিকল্পনা ও অধিশাখা) জহুরুল ইসলাম (ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন), শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আলতাফ হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (পরিকল্পনা-১) এস এম ইমরুল হাসান (ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন), রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মো. গোলাম সরোয়ার এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) শিবলী মাহবুব।
সভার সম্মানিত সদস্যগণ বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন ২০১৬ অনুযায়ী বছরে অন্তত একটি পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সভা আয়োজনের বিধান থাকলেও বিগত ৮ বছরে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন কমিটির কোনো সভা আয়োজন সম্ভব হয়নি। আজকে প্রথম সভার মাধ্যমে একটি নতুন ধারা সৃষ্টি করার জন্য তারা উপাচার্যকে ধন্যবাদ জানান। এখানে উল্লেখ করা প্রয়োজন সাম্প্রতিক সময়ে উপাচার্য শাহ্ আজমের নেতৃত্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির বাস্তবায়নসহ শিক্ষা-গবেষণা-সংস্কৃতিতে বিশেষ উন্নয়ন লক্ষনীয়। বিগত পর পর ২ বছর গুচ্ছভূক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়সমূহের স্নাতক ভর্তি পরীক্ষায় নবীন বিশ্ববিদ্যালয়সমুহের মধ্যে শিক্ষার্থী পছন্দের পরিসংখ্যানানুযায়ী রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শীর্ষস্থান অর্জন করে।
দৈনিক নিউজ রিপোর্টার
মো: মোসলেম উদ্দিন সিরাজী
শাহজাদপুর প্রতিনিধি