আজ ৩০ শে জুন রবিবার, পাঁশকুড়ায় মুখ্যমন্ত্রীর বৈঠকের শেষে, অবৈধ দখলদারদের চিহ্নিতকরণ শুরু হল, এই অভিযানে উপস্থিত রয়েছেন ডেপুটি ম্যাজিস্ট্রেট , পাঁশকুড়া পৌরসভার চেয়ারপারসন নন্দকুমার মিশ্র, থানার আইসি, ব্লকের বি এল আর ও, এবং পি ডব্লিউ ডির আধিকারিকেরা।
মেদিনীপুরের ,পাঁশকুড়া বাজার এলাকায়, সড়কের ধারে যে সমস্ত বেআইনি নির্মাণ রয়েছে সেইগুলো চিহ্নিত করা হয়। প্রশাসন সূত্রে খবর, এখনই উচ্ছেদ করে দেওয়া হবে না,
গতকাল থেকে তথ্য সংগ্রহ করা শুরু হয়েছে ,প্রাথমিকভাবে জবর দখলকারীদের চিহ্নিতকরণ ও সতর্কীকরণ করা হবে, প্রয়োজনে বৈধ নথি দেখাতে হবে জবরদখল কারীদের, তারপর সিদ্ধান্ত নেবে প্রশাসন, আগামীকালও চলবে চিহ্নিতকরণের কাজ।
একদিকে হকার উচ্ছেদ, অন্যদিকে জবরদখলকারীদের চিহ্নিতকরণ, এই নিয়ে বিভিন্ন এলাকায় একটা চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে, সকলেই একটা ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন, কি হবে বুঝে উঠতে পারছেন না। চলছে এলাকায় এলাকায় গুঞ্জন। নিজেদের মধ্যে আলোচনা।
রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা