স্টপ রিপোর্টার
সুনামগঞ্জে আবারো অব্যাহত বৃষ্টিপাতে সুরমা,
কুশিয়ারা, যাদুকাটা, পাটলাই ও বৌলাই নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘন্টায় সুরমা নদীর পানি ১৮ সেন্টিমিটার বেড়েছে। বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৩৫ মিলিমিটার। এদিকে মেঘালয়ের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় সীমান্তবর্তী ছাতক, দোয়ারাবাজার, তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও মধ্যনগর উপজেলায় উজান থেকে আসা ঢলের পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত ১৬ জুন প্রথম দফা বন্যায় জেলার প্রায় ৮ লাখ মানুষ পানি বন্দি হয়ে পড়েছিল।
শুক্রবার রাতের আবহাওয়া অধিদফতরের ৭২ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের পূর্ভাবাসের ২৪ ঘণ্টার মধ্যে নদ নদীতে পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। ফলে ফের বন্যা আতঙ্কে রয়েছেন জেলা সদর সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলের মানুষ। এর আগে ১৬ জুন সৃষ্ট বন্যায় জেলার ১১ উপজেলার প্রায় ৮ লাখ মানুষ পানি বন্দি হয়ে পড়েছিল।
তাহিরপুর উপজেলার বালিয়াঘাট গ্রামের ইসলাম উদ্দিন জানান, যেভাবে নদীর পানি বাড়ছে তাতে মনে হচ্ছে দ্বিতীয় দফা আবার বন্যা হবে। গত দুইদিন ধরে অব্যাহত বৃষ্টির সঙ্গে ঢলের পানি যেভাবে নদীতে বাড়ছে তা দেখে গ্রামের মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, গত ২৪ ঘন্টায় এ জেলার নদ নদীর পানি ১৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৩৫ মিলিমিটার। মেঘালয়ের চেরাপুঞ্জিতে বৃষ্টি হচ্ছে। গত দুইদিন ধরে অব্যাহত বৃষ্টির ফলে সুরমা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।