মোঃ মিনারুল ইসলাম :স্টাফ রিপোর্টার:
বগুড়া গাবতলীর নেপালতলী ইউনিয়নের অন্তর্গত বুরুজ মধ্যপাড়া গ্রামে অবসরপ্রাপ্ত জেল পুলিশ জাবেদ আলীর বাড়ির সামনে রাস্তার পাশে এ ঘটনা ঘটে। জাবেদ আলী জানান গত মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় বাড়ির প্রয়োজনে সাবমারসিবল বসানোর চিন্তা করলে বাড়িতে মিস্ত্রি ডেকে নিয়ে আসলে সাবমারসিবল স্থাপনের মধ্য পর্যায়ে গিয়ে দেখেন অটোমেটিক কোনো কিছুর সাহায্য ছাড়াই পানি বের হচ্ছে। এমন অবস্থায় রেখে দিলে এলাকাতে কৌতুহলের সৃষ্টি হলে আশ পাশ সহ বিভিন্ন এলাকা থেকে লোকজন এক নজর দেখার জন্য এ বাড়িতে ভিড় জমায়।এ ব্যাপারে নলকূপ মিস্ত্রি জানান অতিরিক্ত গ্যাসের কারণে এমন হচ্চে দু চার দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।