আজমিরীগঞ্জ ( হবিগঞ্জ ) সংবাদদাতা।
ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। ২৯ জুন শনিবার সকাল আনুমানিক সাড়ে ১০ টায় উপজেলার বদল পুর ইউনিয়নের পাহাড় পুর বাজারের কাছে এ ঘটনা ঘটে। জানা যায় ফুটবল খেলার জন্য বাড়ি থেকে দুই শিশু মাঠে যায়। তারা হলেন সূর্য চন্দ্র দাস ( ৭) পিতা রুবেল চন্দ্র দাস। প্রলয় দাস (৭) পিতা- গবিন্দ দাস। প্রলয় দাস মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাএ ও সূর্য চন্দ্র দাস শিশু শ্রেনীতে মন্দির স্কুল এ পড়ে।সূত্র জানায় মাঠ থেকে খেলা শেষে তারা দুই জন পাশ্ববর্তী সুমেস্বরী পুকুরে স্নান করতে যায়। এদের মধ্যে শুধু সূর্য চন্দ্র দাস সাতার জানে।ধারনা করা যায় উভয় পানিতে নামার পর সিরি থেকে প্রলয় দাস গভীরে চলে যায়। থাকে বাঁচাতে হয়তো উভয় প্রান হারায়।এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল তৈরি করার জন্য লোক পাঠানো হয়েছে। তাদের পরিবার থেকে ময়নাতদন্ত ব্যতীত লাশ নেওয়ার জন্য আবেদন করেছেন। এবং উভয় শিশুর মৃতদেহ তাদের পরিবারের লোকজন শ্বশান ঘাটে নিয়ে শেষ কৃত সম্পন্ন করেন। শিশুদের মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এবং এই ঘটনায় খবরটি এলাকায় জানাজানি হবার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।