আমির হোসেন, স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের তাহিরপুর থানার এসআই মৃদুল কান্তি সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১৪৫ পিস ইয়াবাসহ ১জন মাদক কারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন বিশ্বম্ভরপুর থানার পশ্চিম রাজনগর গ্রামের সুলেমান মিয়ার ছেলে অন্তর ফরাজী (২৯)। গতকাল শনিবার (২৯ জুন ২০২৪ খ্রি.) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানাধীন বড়ছড়া বাজার থেকে লাকমা বাজারগামী রাস্তায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটককৃত মাদক কারবারির কাছ থেকে ১৪৫ পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকল উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।