জেনিফ নান্দাইল উপজেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলা সরকারি হাসপাতালে দ্রুত চিকিৎসা সেবা পেতে সরকারি সীমানা প্রাচীর অপসারণ করে মিনি গেইট দাবিতে সকল শ্রেণী পেশার মানুষের মানববন্ধন হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এই মানববন্ধন হয়েছে।দাবি বাস্তবায়নের লক্ষ্যে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন- গোলাম মুস্তফা সরকার, আল আমিন, কাউসার হোসেন হিমেল, মনোয়ার হোসেন,ইয়াসিন, বাদল, মোখলেছুর রহমান, হারিস উদ্দিন, সোহাগ সহ আরও অনেকেই।
বক্তারা বলেন নান্দাইল বাজার দিয়ে আমাদের রোগী নিয়ে আসলে যানযটের কারনে ভোগান্তিতে পড়তে হয়। যানযটের কারনে নান্দাইল হাসপাতালে রোগী নিয়ে উপস্থিত হওয়ার আগেই অবস্থা খারাপ হয়ে যায়। এটি দীর্ঘ দিনের সমস্যা। নান্দাইল বাজারের দীর্ঘ যানজটের মাঝেও রোগীদের দ্রুত চিকিৎসা সেবা পেতে হাসপাতালের পশ্চিম দিকে আরেকটি মিনি গেইটের দাবি জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল বলেন, পরিকল্পনা মন্ত্রীর সাথে পরামর্শক্রমে জনদুর্ভোগ নিরসনের জন্য কি ব্যবস্থা নেওয়া যায় তা দ্রুত বিবেচনা করা হবে।