মোঃ মেহেদী হাসান স্টার্ফ রিপোর্টার ঃ
প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নের লক্ষ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সঞ্চয় ও ঋণ কার্যক্রম প্রদান শুরু করেছে অগ্নিবীণা সমাজ উন্নয়ন সংস্থা রেজিঃ নং গাই-৫৪৭/২০০০ইং।
সোমবার (১ই জুলাই) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা হল রুমে সংস্থাটির উপকারভোগীদের ঋণ প্রদানের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অগ্নিবীণা সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ আতিকুর রহমান মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া।
অগ্নিবীণা সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল আজমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শফিউল ইসলাম মন্ডল জুয়েল।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন-অগ্নিবীণা সমাজ উন্নয়ন সংস্থার সদস্য বৃন্দ প্রমুখ।