মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি
১ জুলাই সোমবার দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন ওয়ালটন শোরুমের মার্কেটের পঞ্চম তলায় আইটি ডেভেলপমেন্ট, এডুকেশন রিসার্চ এর অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে ফিতা কেটে আইটিডার এর উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেন, বেকার যুবকদের সোনার হরিণ চাকুরির পিছনে না ঘুরে আধুনিক প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে স্বয়ংসম্পূর্ণ করা সম্ভব। সারাবিশ্বে ফ্রিল্যান্সিং সেক্টরের চাহিদা পূরণে আইটিডার যথেষ্ঠ অবদান রাখতে বলে আমার বিশ্বাস। এখানে প্রত্যেকেই টপ রেটেড এক একজন ফ্রিল্যান্সার হিসেবে প্রশিক্ষণ প্রদান করবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইটিডার এর সিইও ধ্রুব জ্যতি দাস, ম্যানেজার চয়ন কুমার দাস, সিনিয়র এডমিন সাপোর্ট মোঃ আতিক শাহরিয়ার, সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার বিপু দাস কাজল, মার্কেটিং অফিসার ফাহিদ রাফাত ও চেকআপ হাসপাতালের মার্কেটিং অফিসার নয়ন দাস। সংগঠনের সিইও ধ্রুব জ্যতি দাস বলেন, এখানে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, আইটি ট্রেনিং, সফটওয়ার ডেভেলপমেন্ট, মোবাইল এ্যাপসসহ বিভিন্ন ধরনের কোর্সের প্রশিক্ষন প্রদান করা হবে। ফুল এডমিন সাপোর্ট কোর্স (৩ মাস মেয়াদী), এডভান্স গ্রাফিক্স ডিজাইন (৩ মাস মেয়াদী), ওয়েব ডেভেলপমেন্ট কোর্স (৩ মাস মেয়াদী), বেসিক ডাটা এন্ট্রি কোর্স (১ মাস মেয়াদী)। এছাড়া আমরা মাত্র ৯৯৯ টাকা কোর্স ফি নিয়ে প্রশিক্ষণ প্রদান করছি। প্রশিক্ষনার্থীদের জন্য সুখবর রয়েছে-প্রশিক্ষণ শেষে নতুন একটি করে মনিটর ফ্রি প্রদান করা হবে। এছাড়া প্রশিক্ষন শেষে যারা ভালোভাবে শ্রেষ্ঠ হিসেবে বিবেচিত হবেন সেই প্রশিক্ষনার্থীদের একটি করে ব্রান্ড নিউ কম্পিউটার প্রদান করা হবে।