আজ ১লা জুলাই সোমবার, মেদিনীপুরে ঘটে গেল একটি দুর্ঘটনা, ঘাটাল পাঁশকুড়া সড়কে হাওড়া গামী বাস দুর্ঘটনায় কবলে । মেছোগ্রাম বাসস্ট্যান্ড থেকে কিছুটা দূরে, যাতি যাত্রী বোঝাই বাস নয়নজুলিতে উল্টে যায়,
সূত্রে খবর একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়েই রাস্তার পাশে নয়নজুলিতে উল্টে যায় ওই বাসটি। স্থানীয় মানুষজন দেখতে পেয়ে ছুটে আসেন ঘটনাস্থলে, নিজেরাই উদ্ধার কাজে নেমে পড়েন। খবর দেওয়া হয় থানায়।। কিছুক্ষণের মধ্যেই পাঁশকুড়া থানার বিশাল পুলিশ বাহিনী এসে আহত যাত্রীদের উদ্ধার করে,
বাসের মধ্যে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় , পরে দুটো ক্রেন নিয়ে এসে বাসটিকে নয়নজুলি থেকে তোলা হয়। এই দুর্ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন বলেই জানা যায়। তাদেরকেও স্থানীয় হাসপাতালে পাঠানো হয় ,তবে কোন রকম মৃত্যুর ঘটনা ঘটেনি।
তবে যদি বাসটি দ্রুত গতিতে থাকতো, এবং জোরে পাল্টি খেতো, তাহলে জীবন হানির আশঙ্কা ছিল, ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা , সকলের সহিত সহযোগিতার হাত বাড়িয়েছেন। এলাকায় চাঞ্চল্য।
রিপোর্টার , শম্পা দাস ও সমরেশ রায়