চট্টগ্রাম প্রতিনিধি আহমদ রেজা
উত্তর বন্দর ২নং ওয়ার্ড ঝর্ণার পাড়,নয়াপাড়া। বৈদ্যুতিক ব্যবস্থা না থাকায় ৭২ পরিবারের সংযোগ বিচ্ছিন্ন
বসবাস কারী ও প্রতিবেশিরা জা নান গত (২৭)ই জুন।হাঠাৎ বৃষ্টি ও ব্রজ পাত এবং বাতাসের তীব্র তা মেইন লাইন থেকে অগ্নিসংযোগ হয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পরে সকাল ৬ টায়। (৩০ ই)জুন ২০২৪ বিদ্যুৎ সংযোগ দিতে আসলে।এলাকার স্থানীয় বাডি ওয়ালা তার ঘরের উপর দিয়ে ২১০ বোল্ডের সংযোগ দেওয়াতে বাধা প্রাপ্ত করেন।পরে উত্তর বন্দর ২ নং ওয়ার্ডের ইউ পি সদস্য ফরহাদ মেম্বার বিষয়টি সমাধান করতে চায়লে বাড়ির মালিক মানতে নারাজ হন । ৯৬ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ভোগছেন ৭২ পরিবার ও শিক্ষার্থীদের পড়া লেখার করতে অসুবিধা ভোগছেন। তার মধ্যে চলছে এস এস সি পরিক্ষা। গত তিন দিন জন সাধারণ রাতে বেলায় চলাচল করতে না পারায়, পড়া লিখার সহ বিভিন্ন অসুবিধার কথা বলেন প্রতিবেশীরা অভিযোগ নিয়ে আসে। তার পর পল্লি বিদ্যুৎ কর্মকর্তা বিদ্যুৎ সংযোগ দিতে না পেরে ফিরে যান ।এ বিষয় নিয়ে যখন এলাকার কয়েক জন লোক। উপজেলার নব নির্বাচীত চেয়ারম্যান কে অবগত করেন। তখন বিষয়টি তৎক্ষণিক মাথায় নিয়ে।ল্লি বিদ্যুৎ অফিসের ডিজিএম জসীমউদ্দীনে সাথে কথা বলেন। তিনি জানান এস পি সি খুঁটি স্থাপনার ব্যাবস্তার জন্য আবেদন করতে বলেন। বর্তমান অসুবিধা কথা চিন্তা করে অফিসার ইনচার্জ কে পাঠিয়ে বিদ্যুৎ সংযোগের ব্যবস্তা করেন।এর পাশা পাশি এস পি সি খুঁটি বসানোর জন্য চেয়ারম্যান এর নেতৃত্বে জনাব আবদুল কাদের সুজন চৌধুরী, সারাওয়ার খান,জাহাঙ্গীর, আবিদ,নঈন,সহ প্রমুখ উপস্থিত সংযোগ লাইন সহ আবেদন সম্পূর্ণ করেন। প্রতিবেশীদের দুর্বস্থা দূরীকরণ করে সম্পূর্ণ করনে।
আনোয়ারা উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সাধারণ মানুষের সেবা করা এবং সাধারণ মানুষের পাশে থাকা, এলাকা বাসীরা বলেন।যার প্রমাণ উনি আজকে দিয়েছেন৷
উওর বন্দর ঝর্ণা পাড়া স্থানীয় লোকজন ভোগান্তির স্বীকার থেকে মুক্ত করে পাশে থাকেন। পল্লী বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ করলে তারা সময় লাগবে বলে জানাই। সেই মুহূর্তে আমরা ঝর্ণা পাড়ার ভুক্তভোগী পরিবারের সঙ্গে আলোচনা করেন।আজকে সকাল নয়টার দিকে ঝর্ণা পাড়ার কয়েকজন ব্যক্তিবর্গ নিয়ে আনোয়ারা পল্লী বিদ্যুৎ অফিসে উপস্থিত হলে। পল্লী বিদ্যুৎ এর কর্মকর্তাগন প্রতিবেশীদের কে বলেন আজকের মধ্যে উনারা কাজ সম্পূর্ণ করবেন এবং আজ (১ জুলাই) মধ্যে বিদ্যুৎ সংযোগ দিবেন। একজন প্রতিবেশী জানান উনাদের সাথে করে এনে কাজ সম্পুর্ন না হওয়া পর্যন্ত উপস্থিত ছিলেন।বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর ভুক্তভোগী ঝর্ণা পাড়ার জনসাধারণ স্বস্তির নি:শ্বাস ফেলেছে৷
উত্তর বন্দর এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।