1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
সড়ক দুর্ঘটনায় আহত সহিদ আলীর পাশে বসুন্ধরা শুভসংঘ - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
তিলোত্তমা ও তামান্নার ইন সাফের দাবীতে– তিলোত্তমার মহামিছিল রাত পোহালেই রাখিবন্ধন উৎসব, মার্কেট জমে উঠেছে বোনেদের রাখি কেনার ভীরেতে বারহাট্টায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন  স্বাস্থ্যখাতে বিপ্লব ও চাঁদাবাজ-মাদক-সন্ত্রাস নির্মূলসহ ‘মডেল গোপালগঞ্জ-২’ গড়ার অঙ্গীকার ডা. কেএম বাবরের গোপালগঞ্জের কোটালীপাড়ায় গোসলে নেমে চাচাতো ভাইবোনের মর্মান্তিক মৃত্যু গাজীপুর সাংবাদিক তুহিন হত্যা ও হামলার ঘটনায় ই-প্রেস ক্লাবের তীব্র শোক, ক্ষোভ ও প্রতিবাদ এনায়েতপুর ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণ সমাবেশ অনুষ্ঠিত গাজীপুর সাংবাদিক তুহিন হত্যা মামলার আসামী গ্রেফতার করেছেন জিএমপি ডিবি পুলিশ মাদক ও দখলবাজির স্থান বিএনপিতে নেই: মোস্তফা জগলুল পাশা পাপেল সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয়ে  সচেতনতা সভা অনুষ্ঠিত 

সড়ক দুর্ঘটনায় আহত সহিদ আলীর পাশে বসুন্ধরা শুভসংঘ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে

 

মোজাম্মেল হক বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি : সংসারে অভাব অনটন আর ভাগ্যের চাকা পরিবর্তন করতে সপরিবারে ঢাকার নারায়ণগঞ্জে পাড়ি জমান দিনমজুর সহিদ আলী (৩৫)। সেখানে পাঁচ বছর ভাড়ায় চালিত ভ্যানে করে বিভিন্ন মালামাল পরিবহনের কাজ করতেন। মাসে যা আয় হত তা দিয়ে বাবা-মাসহ পরিবারের সব সদস্যের খরচ চালাতেন এবং কোনোরকম চলত তার সুখের সংসার।

সহিদ আলী দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০ নম্বর মোহনপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পলাশবাড়ী গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে।

তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। ভাগ্যের নির্মম পরিহাস প্রতিদিনের মতো পণ্য পরিবহনের সময় হঠাৎ সড়ক দুর্ঘটনায় শিকার হন, এতে তার পা ভেঙে কয়েক খণ্ড হয়ে যায়। তারপর সাধ্যমতো চিকিৎসা করে সহায়-সম্বল সর্বস্ব হারিয়ে গ্রামের বাড়িতে চলে আসেন।

কাজ করার সক্ষমতা হারিয়ে আয় রোজগারের পথ বন্ধ হয়েছে সহিদ আলীর।

গ্রামে ভিটেমাটি ছাড়া আর কোনো জমি নেই তার। অর্থাভাবে নিজের চিকিৎসাও করাতে পারছিলেন না তিনি। আয়-রোজগার সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় সন্তানদের পড়ালেখাসহ পরিবারের মুখে তিন বেলা খাবার তুলে দিতে পারাই কঠিন হয়ে দাঁড়িয়েছে।

এমন দুর্বিষহ পরিস্থিতিতে সহিদ আলীর পরিবারের পাশে এক মাসের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

এরমধ্যে রয়েছে- এক বস্তা চাল, ডাল ২ কেজি, সয়াবিন তৈল ৪ লিটার, আটা ৫ কেজি, পেয়াজ ২ কেজি, আলু ৩ কেজি, লবণ ১ কেজি, মিষ্টি কুমড়া ১টি, দেশি মুরগি। এ ছাড়া নগদ কিছু অর্থও তার হাতে তুলে দেন বসুন্ধরা শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখার বন্ধুরা।

সহিদ আলী একজন ক্রীড়া প্রেমিক মানুষ ছিলেন। একসময় জনপ্রিয় ধারাভাষ্যকার হিসেবে বেশ পরিচিত ছিলেন। বাংলা, নেপালি, হিন্দি ভাষা দিয়ে বিভিন্ন স্থানে খেলাধুলা হলে ধারাভাষ্য দিতেন।

বর্তমানে সংসার ঘানি টানতেই হিমশিম খেতে হচ্ছে।

শুভসংঘের একমাসের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহযোগিতা পেয়ে আবেগ আপ্লুত হয়ে সহিদ আলী বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা করাতেই আমি নিঃস্ব থেকে নিঃস্ব হয়ে গেছি। দেয়ালে আমার পিঠ ঠেকে গেছে। পরিবারের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে। আমার এক মেয়ে এসএসসি পরীক্ষা দেবে ও আরেক মেয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে। সন্তানদের পড়াশোনা প্রায় বন্ধ হওয়ার উপক্রম। এই সংকটতম মুহূর্তে বসুন্ধরা শুভসংঘ আমার পরিবারের পাশে দাঁড়িয়েছে কখনও ভাবতে পারি নাই তাই তাদের কাছে সারাজীবন চিরকৃতজ্ঞ থাকব আল্লাহ ওমার ভালো করুক এই দোয়া করি।’

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বীরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠ বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি সোহেল আহমেদ, সভাপতি ফরহাদ হোসেন, কলেজ শাখার সহ সভাপতি উম্মে হাবিবা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহারিয়ার কবির, রিংকি আক্তার, লিপি আক্তার, মাহাবুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি