বান্দরবান বিশেষ প্রতিনিধি
বান্দরবানে থানচিতে স্কুলে যাওয়ার পথে নৌকাডুবে ২ শিশু নিখোঁজ হয়েছে
বান্দরবানের থানচি উপজেলায় পদ্মমুখ এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, নৌকাডুবির পর থেকে নিখোঁজ শিশুদের উদ্ধারে কার্যক্রম চলমান, কার্যক্রমে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন চেষ্টা চালাচ্ছে। নৌ পথ ব্যবহার করে স্কুলে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। রাত ৮টা পর্যন্ত নিখোঁজ শিশুদের কোনো সন্ধান পাওয়া সম্ভব হয়নি। নিখোঁজ শিশুরা নৌকা যোগে বিদ্যালয়ে যাওয়া আসা করে, শান্তি রানী ত্রিপুরা (১০) ও ফুলবানী ত্রিপুরা (৯)। মাঝপথে আচমকা উজানের ঢল আসায় নৌকাটি উল্টে যায়। উক্ত নৌকাডুবিতে অনেকে সাঁতার কেটে পাড়ে উঠতে সক্ষম হলেও দুই শিশু নিখোঁজ হয়ে যায়,
নিখোঁজ দুই শিশু শান্তি রানী ত্রিপুরা ও ফুলবানী ত্রিপুরা
রুনাধন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ এবং তৃতীয় শ্রেণির ছাত্রী।