1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
কালভার্ট ভেঙে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
৯ই জুলাই সাধারণ ধর্মঘটকে কেন্দ্র করে বেশ কয়েকটি জায়গায় অশান্তি ও সংঘর্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, ভুক্তভোগী নারীর থানায় জিডি জেলা গোয়েন্দা শাখার নেতৃত্বে ডিজিটাল প্রতারক চক্রের এক সদস্য আটক চট্টগ্রামে পাসের হার ও জিপিএ-৫ দুটিতেই এগিয়ে মেয়েরা কট্টগ্রাম প্রচন্ড ঝড়ে চট্টগ্রামে ঝড়ে পড়ল তিন শিশুর জীবন শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ শ্যামনগরে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ চমকে উঠবেন! এবার এসএসসিতে ফেল ৬ লাখেরও বেশি, জানুন বিস্তারিত ডুমুরিয়ায় সমাজসেবা অধিদফতরাধীন ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত শীতলক্ষ্যা নদীতে অর্ধ গলিত লাশ দেখে থানায় খবর দিল এলাকার জনগণ

কালভার্ট ভেঙে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৬৯ বার পড়া হয়েছে

পঞ্চগ ড় জেলা প্রতিনিধি : মোঃ খাদেমুল ইসলাম!

পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার আজিজ নগর এলাকায় গ্রামীণ সড়কে কালভার্ট ভেঙে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে দশ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ। গত ২ বছর ধরে কালভার্টটি ভেঙে পড়ে থাকলেও দেখার যেন কেউ নেই। বিশেষ করে কৃষকের উৎপাদিত ফসল আনা-নেওয়া ও কোমলমতি শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।সরেজমিনে দেখা যায়, ৩ নং তেতুলিয়া ইউপি অন্তর্গত আজিজ নগর গ্রামীণ সড়কের অবসর প্রাপ্ত মোঃ হোসেনের বাড়ির পাশের কালভার্টটি ভাঙা। ভাঙা অংশে বাস গাছের গুড়ি বিছিয়ে রাখা হয়েছে। আর সেখান দিয়ে প্রতিনিয়তই ঝুঁকি নিয়ে চলছেন শিক্ষার্থীসহ এলাকার সাধারণ মানুষ। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। এলাকাবাসী জানায়, ২০০৫ সালে আজিজ নগর গোবরা নদীতে পানি নিস্কাশনের জন্য এই স্থানে প্রথমে গাছ দিয়ে কালভার্ট আকারের ছোট ব্রীজ নির্মাণ করেন গ্রামবাসী। পরে জনগণের দাবির প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদ থেকে একটি কালভার্ট নির্মাণ করে দেন। কিন্তু প্রায় ২ বছর ধরে এটি ভেঙে গেলেও দেখার যেন কেউ নেই।
আজিজ নগর গ্রামের স্থানীয় বাসিন্দা মোঃ আব্দুল কাদের ও ব্যবসাহী সাইদুর রহমান বাবলু বলেন, এই কাচা সড়ক দিয়ে শালবাহান হাট,
খালপাড়া, মাথাফাটা, আজিজ নগর, ডাঙ্গাপাড়া, সর্দারপাড়া সহপ্রায় ১০টি গ্রামের জনগণ চলাচল করে। এছাড়া আজিজ নগর উচ্চ বিদ্যালয় এবং মাথাফাটা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের এই সড়ক দিয়ে যেতে হয়। কালভার্টটি ভেঙে যাওয়ায় এলাকাবাসী দুর্ভোগ পোহাচ্ছেন।৩ নং তেতুলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান বলেন, ভাঙা কালভার্টে এলাকার মানুষের চলাচলে সমস্যা হচ্ছে।
এ বিষয়ে তেতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল হানিফ এবং মুনছুর আলী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি গ্রামকে শহরে রূপান্তরের উদ্যোগ নিয়েছেন। কিন্তু কিছু দুর্নীতিবাজদের কারণে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। গ্রামীণ এলাকায় এই ধরনের ভেঙে পড়া কালভার্টগুলো সংস্কারের উদ্যোগ নিবেন বলে জানান।
এ ব্যাপারে তেতুলিয়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দীন খাঁন যোগাযোগ করলে তিনি পরিদর্শনের কথা জানান,

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি