মোঃ আব্দুল আজিজ
ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি
পাবনার ফরিদপুর উপজেলা পরিষদের সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গোলাম হোসেন গোলাপ (৭২) জানাজা সম্পন্ন হযেছে। তিনি প্রায় ১ মাস লিভারের জটিল রোগে ভুগে গত মঙ্গলবার দিবাগত রাত ১০টায় ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্ন ালিল্লাহি ওয়া ইন্ন.ইলাইহি রাজিউন)। তিনি ১৯৮৯ সালে প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েিেছলেন এবং ২০১৯ সালে দ্বিতীয়বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে গত ২৫ জুন মেয়াদ শেষ করেন। তিনি প্রায় ১০ বছর ফরিদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতিসহ প্রায় ৪০ বছর আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং উপজেলার মোহাম্মদ ইয়াছিন অর্নাস কলেজে(বর্তমানে সরকারি) দীর্ঘদিন শিক্ষক এবং প্রায় ৩ বছর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে অবসরে যান। তিনি উপজেলা সংগীত একাডেমী ও ললিতকলা একাডেমিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। সদালাপী ও মিষ্টভাষী মানুষ হিসেবে গরীব-দুঃখিদের প্রতি তিনি ছিলেন অত্যন্ত দয়ালু ও মানবিক। করোনার মধ্যে তাঁর একমাত্র মেয়ে জান্নাতুল ফেরদৌস শিমুল মারা যায় ও স্ত্রী নার্গিস পারভীনও প্রায় ৫ বছর কিডনি রোগে ভুগে প্রায় ১ বছর আগে মারা যান। মৃত্যুকালে তিনি তিন ছেলে-নাতি-নাতনীসহ আত্মীয় -স্বজন ও অসংখ্যক গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার (৩ জুলাই) বাদ জোহর উপজেলা কেন্দ্রীয় ঈদগা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান এবং জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তাঁর মৃতুতে পাবনা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ,ফরিদপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি খলিলুর রহমান সরকার,ইউএনও শিরিন সুলতানা,মেয়র খ.ম.কামরুজ্জামান মাজেদ, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ গোলাম হাসনাইন রাসেল, ভাঙ্গুড়া পৌর সভার মেয়র আজাদ খাঁন, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ,বিএনপির আহবায়ক জহুরুল হক বকু,জামাতের আমির মাওঃ আব্দুল লতিফ, প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাফিজ,সম্পাদক মির্জা বাসিতসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ হাজার হাজার মানুষ জানাজায় উপস্থিত ছিলেন। পাবনা-৩ এর সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন সরকারি কাজে ঢাকায় থাকার কারণে,আসতে না পেরে মোবাইল ফোনের মাধ্যমে এই বর্ষিয়ান নেতার জন্য সকলের কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন।