বোরহান উদ্দিন জেনিফ নান্দাইল প্রতিনিধিঃ
ময়মনসিংহ নান্দাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ (বালক-বালিকা) অনূর্ধ্ব-১৭ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১০ দশটার দিকে নান্দাইল চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রিয়া সংস্থার সার্বিক সহযোগিতায় এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।