1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
সাঘাটার চরাঞ্চলের ৮ টি প্রাথমিক বিদ‍্যালয় পানিবন্দী- শিক্ষা কার্যক্রম বন্ধ - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
সাংবাদিক নির্যাতনের সর্বোচ্চ ৫ বছরের জেল ও ১ লক্ষ টাকা অর্থদন্ড দিনাজপুরে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী৷ পালিত ফেইসবুক নেশা ‎শাহজাদপুরে রংধনু মডেল স্কুলের গৌরবময় সাফল্য দৈনিক আমারদেশের নির্বাহী সম্পাদকের সাথে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ ঝালকাঠির রাজাপুরে “সাইডো” পেলো জেলায় সফল যুব সংগঠন সম্মাননা দুমকী উপজেলায়, চরগরবদি- বগা ফেরিঘাটের লিজ বাতিলের আদেশ ৩ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট নিউইয়র্কে ‘বাংলাদেশ হিউমান রাইটস ওয়াচ ইউএসএ’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত বান্দরবানে মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত

সাঘাটার চরাঞ্চলের ৮ টি প্রাথমিক বিদ‍্যালয় পানিবন্দী- শিক্ষা কার্যক্রম বন্ধ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৫০ বার পড়া হয়েছে

মোঃ মেহেদী হাসান স্টার্ফ রিপোর্টার :
গাইবান্ধার সাঘাটা উপজেলার বন্যা কবলিত চরাঞ্চলের রাস্তা ঘাটে বন‍্যার পানি ঢোকার কারনে আট টি সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে পাঠদান কার্যক্রম ব‍্যবহ‍্যত হয়েছে। বুধবার খোঁজ নিয়ে জানা গেছে উপজেলার চরাঞ্চলের আট টি স্কুলের শ্রেণি কক্ষ সহ আশপাশ এলাকার রাস্তা ঘাট তলিয়ে যাওয়ায় ওই সব প্রাথমিক বিদ‍্যালয়ের শিক্ষার্থীদের স্কুলে আসতে বা ক্লাস করেতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়তে হচ্ছে। উপজেলা শিক্ষা অফিস ইতিমধ্যে ওই সব স্কুল গুলো সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। গুয়াবাড়ী স:প্রা: বিদ‍্যালয়, দীঘলকান্দি স:প্রা:বিদ‍্যালয়,পাতিলবাড়ী স:প্রা:বিদ‍্যালয় সহ তিন টি বিদ্যালয়ের মাঠে ও শ্রেণিকক্ষে পানি উঠেছে।এছাড়াও বাকী বিদ্যালয় গুলোর চারদিকে ও সংযোগ রাস্তায় পানি উঠেছে,খামার পবনতাইড় স:প্রা:বিদ‍্যালয়ের -রাস্তায় ও মাঠে বন্যার পানি উঠেছে। ভাটিবেড়া আনোয়ারা রাব্বী স:প্রা:বিদ‍্যালয়ের – চারদিকে পানি উঠেছে, উত্তর সাথালিয়া স:প্রা: বিদ‍্যালয় – সংযোগ রাস্তায় পানি উঠেছে, কুমারপাড়া সপ্রাবি -চারদিকে পানি উঠেছে, গুয়াবাড়ী স:প্রা:বিদ‍্যালয়, দীঘলকান্দি স:প্রা:বিদ‍্যালয়,পাতিলবাড়ী স: প্রা: বি‍দ‍্যালয়
উপরোক্ত তিন টি বিদ্যালয়ের মাঠে ও শ্রেণিকক্ষে পানি উঠেছে। এছাড়াও নিম্নোক্ত বিদ্যালয়ের চারদিকে ও সংযোগ রাস্তায় পানি, খামার পবনতাইড় স: প্রা: বিদ‍্যালয়ের -রাস্তায় ও মাঠে বন্যার পানি,ভাটিবেড়া আনোয়ারা রাব্বী স: প্রাথমিক – চারদিকে পানি উঠেছে, উত্তর সাথালিয়া স:প্রা: বিদ‍্যালয়- সংযোগ রাস্তায় পানি কুমারপাড়া স:প্রা: বিদ‍্যালয়, গাড়ামারা স: প্রা: বিদ‍্যালয়, গাড়া মারা সিপি স: প্রা: বিদ‍্যালয়ে -চারদিকে পানি উঠেছে বলে সাঘাটা উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহিশ শাফি ও সহকারী শিক্ষা অফিসার মামুন অর রশিদ বিষয়টি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি