জামাল উদ্দীন – কক্সবাজার জেলা প্রতিনিধি।
র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারসহ দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে আন্তরিকতার সহিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের অপরাধ নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সার্বক্ষনিক মনিটরিং’সহ প্রয়োজনীয় অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় কক্সবাজার জেলার উখিয়া থানার জিআর মামলা নং-১০/৪১৫, তারিখ-০৪/০৭/২০২৪, ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ)/১৯(এফ) ধারা এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১০(এ) এর ৩৬(১) ধারা মোতাবেক দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামী আজিজুল হক’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। উক্ত আসামী কক্সবাজারের উখিয়া থানাধীন ৮নং রোহিঙ্গা ক্যাম্পে মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে গত ০৩ জুলাই ২০২৪ তারিখ ১৫.১০ ঘটিকার সময় র্যাব-১৫, বিজিবি এবং ৮ ও ১৪ এপিবিএন কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পলায়নের সময় মোঃ আজিজুল হক নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর দেহ তল্লাশী করে সর্বমোট ০১টি বিদেশী পিস্তল, ১১ রাউন্ড তাজা কার্তুজ, ০৭ রাউন্ড কার্তুজের খোসা এবং ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিস্তারিত পরিচয়-মোঃ আজিজুল হক প্রকাশ সাব মিয়া (৪০) (এফডিএমএন), পিতা-মৃত আঃ ছালাম, মাতা-রাবেয়া খাতুন, ব্লক-ই/২, ক্যাম্প-১/ওয়েস্ট, লাম্বাশিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প, উখিয়া, কক্সবাজার বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ব্যবহার করে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় নানাবিধ অপরাধ কর্মকান্ড সংঘঠিত করতো। ধৃত আসামীকে উক্ত আগ্নেয়াস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে কোন বৈধ কাগজ পত্র দেখাতে পারেনি এবং উক্ত অবৈধ অস্ত্র বেআইনি ভাবে নিজ হেফাজতে রেখে রোহিঙ্গা ক্যাম্প এ আতঙ্ক সৃষ্টিসহ ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে বলেও জানায়।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।