মেহেরুল ইসলাম মোহন নাটোর জেলা প্রতিনিধি
নাটোরে “নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাব”নামে একটি প্রেসক্লাবের আত্ম প্রকাশ ও প্রেসক্লাবটি পরিচালনার জন্য ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার(৪ঠা জুলাই-২০২৪)সকাল ১১টা হতে বেলা ৪টা পর্যন্ত নাটোর কোর্ট/আদালত চত্বরে পাশে চা-ট্টা নামক রেস্তোরাঁর ২য় তলায় নাটোর জেলা জজ আদালতের এপিপি ও দৈনিক বারবেলা পত্রিকার প্রকাশক-সম্পাদক এ্যাডভোকেট আলেখ উদ্দিন শেখ এর আহব্বানে নাটোর জেলা ও জেলার সকল উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, ও প্রকাশক-সম্পাদকদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠানের মাধ্যমে নাটোর জেলা কেন্দ্রীয় প্রেসক্লাবের আত্ম প্রকাশ ঘটে। উক্ত সভায় দৈনিক উত্তর বঙ্গবার্তার স্টাফ রিপোর্টার আব্দুর রশিদের সভাপতিত্বে ও এ্যাডভোকেট বাকী বিল্লাহ রশীদি ও এ্যাডভোকেট হারন-অর রশিদ বুলবুল এর সঞ্চালনায়
আলোচনা ও সকলের মতবিনিময় সভা শেষে প্রেসক্লাবটি পরিচালনার জন্য এ্যাডভোকেট আলেখ উদ্দিন শেখকে সভাপতি,রেজাউল করিম মিন্টুকে সাধারণ সম্পাদক,৭ উপজেলায় ৭ জনকে সহ-সভাপতি(রায়হানুল ইসলাম রানা,অমর ডি কস্তা,সৌরভ সোহরাব,আব্দুর রশিদ মাষ্টার,এ্যাডভোকেট সোহেল রানা,বাকি বিল্লাহ্ রশিদী,জালাল উদ্দিন)৭ উপজেলায় ৭ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক(কামাল উদ্দিন,ইব্রাহিম হোসেন,সুরুজ,জামাল উদ্দিন,আকতার হোসেন অপূর্ব)সাংগঠনিক সম্পাদক এমরান আলী রানা,দপ্তর সম্পাদক শরিফ,কোষাধ্যক্ষ এ্যাডভোকেট হারন-অর রশিদ,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মেহেরুল ইসলাম মোহন,আইন সম্পাদক এ্যাডভোকেট রবিউল আলম সরদার সহ মোট ৫১ জন সদস্যর নাম উল্লেখ করা হয়।
উল্লেখ্য যে,নাটোর প্রেসক্লাবে বিশেষ ক্ষমতা বলে নাটোর জেলার ৪ টি আসনের ৪ জন সংসদ সদস্য,একজন মহিলা সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য এবং অত্র ক্লাবটির সাংবাদিক সদস্যদের আইনী অধিকার নিশ্চিত করতে নাটোর জেলা জজ আদালতের পিপি ও জিপি এবং জেলার সকল স্থানীয় প্রকাশিত পত্রিকার প্রকাশক-সম্পাদক মহোদয় উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে থাকবে বলে সকলের একমত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।