রামকৃষ্ণ তালুকদার বিশেষ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের কৈয়ার ঢালা সংলগ্ন রাস্তা ভেঙে হাওরে ঢুকছে কালনী কুশিয়ারা নদীর পানি। গত কয়েক দিনের টানা বৃষ্টির কারনে ও মেইন রাস্তা ভেঙে যাওয়ার ফলে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করছে। ৪ জুলাই বৃহস্পতিবার আনুমানিক সকাল ৮টায় নদীর পানির প্রবল স্রোতের কারনে রাস্তার এই অংশ টি ভেঙে যায়। এলাকার স্নানীয়রা জানায় ২০২২ সালের জুনের প্রথম উপজেলার এই রাস্তাটি ভেঙে হাওরে পানি ঢুকতে শুরু করে। এই রাস্তাটি ভেঙে যাওয়ার ফলে আজমিরীগঞ্জ সহ পাশ্ববর্তী বানিয়াচং, নবীগঞ্জ উপজেলার হাওর ও নিম্নাঞ্চল গুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা করছেন স্নানীয়রা।পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায় কালনী কুশিয়ারা নদীর আজমিরীগঞ্জ পয়েন্টে ৭০ সেন্টিমিটারের উপরে এবং মার্কুলী পয়েন্টে ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। দিনের মধ্যে উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করছে। রাস্তা ভেঙে যাওয়া ফলে লোকালয়ে প্রবেশ করেছে পানি প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে উপজেলা সদরের সাথে। আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিক দৈনিক নিউজ রিপোর্ট কে বলেন উপজেলায় আমাদের ১১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। এ ছাড়া বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।