1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়নের বিষেশ অভিযানে শীর্ষ মাদক পাচারকারী মনির ফেন্সিডিল স্বর্ণ অলংকারসহ আটক - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জের কাশিয়ানীতে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প ২০২৪ কে বিদায় জানাতে এবং ২০২৫ কে বরণ করে নিতে মানুষের ঢল কলকাতা জুড়ে ৭৩ বোতল বিদেশি মদ উদ্ধার ও ভারতীয় নাগরিকসহ আটক ৫ পীরগঞ্জে মোটর শ্রমিকের মৃত্যুর অনুদান প্রদান রায়পুরায় প্রীতি-নেছা আইডিয়েল হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ চাচী ভাতিজার পরকীয়ার জেরে সাংবাদিককে হুমকি কিংবদন্তর সংগীত শিল্পী শেফালী ঘোষের প্রয়াণ দিবস আজ: আনুষ্ঠানিকভাবে উন্মোচন কমিউনিস্ট পার্টি-ইউসিপি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ গোপালগঞ্জের কাশিয়ানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা হ্যাঁপি নিউ ইয়ার দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে দোয়া কামনা করেছেন ফোরকান উল্লাহ চৌধুরী

নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়নের বিষেশ অভিযানে শীর্ষ মাদক পাচারকারী মনির ফেন্সিডিল স্বর্ণ অলংকারসহ আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ২২ বার পড়া হয়েছে

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ

পত্নীতলা ব্যাটালিযন ১৪ বিজিবির বিশেষ অভিযানে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার শীর্ষ মাদক পাচারকারী মোঃ মনির গ্রেফতার হয়েছে।
বুধবার ৩ জুলাই বিকালে পত্নীতলা ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মোঃ শাফায়াত জামিল অনব এর নেতৃত্বে অদ্য স্পেশাল অপারেশনস টিমের বিষেশ অভিযানে পাঁচবিবি সীমান্ত দিয়ে মাদক পাচার করে বাংলাদেশে নিয়ে আসবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় কঠোর নজরদারী শুরু করেন। মাদক পাচারকারী সীমান্ত হতে মাদক পাচার করে নিজ বাড়ীতে প্রবেশের মূহূর্তে বিজিবি ওৎ পেতে থাকা অপর আরেকটি টিম স্থানীয় চেয়ারম্যান এবং মেম্বারের উপস্থিতিতে মাদক পাচারকারী (১) মোঃ মনির মোল্লা (৩৪) পিতা-মিজানুর রহমান, গ্রাম-ছোট মানিক, পোষ্ট ও থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট এবং তার সহযোগী মোঃ মুন্না মোল্লা (২৮), পিতা-মিজানুর রহমান, গ্রাম-ছোট মানিক, পোষ্ট ও থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট। মোসাঃ শবনম মুস্তারী (২৮), স্বামী-মনির মোল্লা, গ্রাম-ছোট মানিক, পোষ্ট ও থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট। মোসাঃ শারমিন (২৩), স্বামী-মোঃ মুন্না মোল্লা, গ্রাম-ছোট মানিক, পোষ্ট ও থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট কে গ্রেফ্তার করা হয়।
মাদক চোরাকারবারী এবং সহযোগীদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাড়ির বিভিন্ন স্থানে তল্লাসি করে নিম্নবর্ণিত মাদকদ্রব্যসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়ঃ
ক। ভারতীয় ফেন্সিডিল-১৬৫ বোতল।
খ। বাংলাদেশী নগদ-৩,৩০,৬৬৫/-
গ। মোবাইল ফোন-০৭টি (০১টি আইফোনসহ ০৪টি এ্যান্ড্রোয়েড এবং ০৩টি বাটন ফোন)।
ঘ। স্বর্ণ অলংকার- হাতের বালা-০২টি, চেইন-০২টি, কানের দুল-০২টি, আংটি-০২টি এবং ব্যাসলেইট-০১টি।
ঙ। ইসলামী ব্যাংকের চেক বই-০১টি (মেসার্স ট্রেডাস, পাঁচবিবি, জয়পুরহাট এক্যাউন্ট নং-২০৫০৩৬৯০১০০০৮৩৪০১)।
চ। মোঃ মনির মোল্লার ব্যক্তিগত ভারতীয় পাসপোর্ট-০১টি।
ছ। মোটর সাইকেল-০১টি।
জ। দেশীয় অস্ত্র-০৩টি (হাসুয়া/দা)।
আটককৃত চোরাকারবারী মোঃ মনির মোল্লা পাঁচবিবি এলাকার কুখ্যাত শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে সে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে গোপনে মাদক পাচার করে অবাধে বিক্রয় আসছিল। শীর্ষ মাদক চোরাকারবারী মোঃ মনির এর গ্রেফতারে এলাকাবাসি অত্যন্ত সন্তোষ প্রকাশ করে এবং বিজিবিকে সাধুবাদ জানায়। সেই সাথে মাদক পাচারকারী এবং চোরাকারবারীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত রাখার জন্য বিজিবিকে অনুরোধ করেন প্রচলিত নিয়মানুযায়ী মাদক পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন। পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হামিদ উদ্দিন, বিজিবিএমএস, পিএসসি বলেন জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি