মোঃ শাহাবুদ্দিন সেলিম
স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয় এর তথ্য ও দিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম (বার), পিপিএম এর নের্তৃত্বে ডিবির অফিসার ও ফোর্সসহ সিরাজগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও চেকপোস্ট ডিউটি চলা কালিন
০৫ জুলাই ২০২৪ইং রাত্রী ০৩.০০ ঘটিকার সময় সিরাজগঞ্জ জেলাধীন সিরাজগঞ্জ থানার পৌরসভাস্থ রহমতগঞ্জ কবরস্থান সংলগ্ন ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা এর সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করাকালে ০১(এক)টি Hino কোম্পানীর তিশা নামক বাস তল্লাশী চালাইয়া বাসের ড্রাইভার ধৃত আসামী ১। মোঃ বাবলা মিয়া(৩৩), পিতা-মোঃ আমজাদ আলী, মাতা-মোসাঃ ছবিলা বেগম, বর্তমান সাং-ধাপ কটকীপাড়া, থানা-রংপুর কোতয়ালি, জেলা-রংপুর, স্থায়ী সাং-মাগুড়া গারা গ্রাম, থানা-কিশোরগঞ্জ, জেলা-নীলফামারী ও বাসের সুপারভাইজার ২। মোঃ শাহ আলম সোহান(৪০), পিতা-মৃত তফিল উদ্দিন, মাতা-মৃত হুরুন্নেছা, সাং-উত্তর ছোপখালী, থানা-বেতাগী, জেলা-বরগুনা এবং বাসের হেলপার ৩। মোঃ মাছুম মিয়া(২৬), পিতা-মোঃ আবু বকর সিদ্দিক, মাতা-মোছাঃ মারুফা বেগম, সাং-পাশারী পাড়া (বন্দরপাড়া), থানা-জলঢাকা, জেলা-নীলফামারীদের হেফাজত হইতে সর্বমোট ২২০(দুইশত বিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।