মো লুৎফুর রহমান রাকিব
শুক্রবার (৫
জুলাই ২০২৪) তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর এক প্রজ্ঞাপন দ্বারা সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম (বার), পিপিএমকে তার পূর্বের চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে আগামী ১২ ই জুলাই ২০২৪ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর মেয়াদে বাংলাদেশ পুলিশের পুলিশ মহাপরিদর্শক বা আইজিপি পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়। প্রজ্ঞাপনে আরো বলা হয় এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এবং জনস্বার্থে এই আদেশ জারি করা হলো। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেলারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন পুনরায় ১ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ায় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পক্ষ থেকে অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম মহোদয়কে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।