হৃদয় হাসান ( স্টাফ রিপোর্টার)
যশোর নড়াইল মহাসড়ক এর ধলগা রাস্তা বাজার এ কেমিক্যাল বাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক এর পাশে থাকা সোহাগ পরিবহন এর বাস কাউন্টার এর ভিতর ঢুকে জাই।
ঘঠনা স্থল এই সোহাগ পরিবহন এর বাস কাউন্টার এ থাকা এক মহিলা যাএি নিহত হন ও ধলগা রাস্তা বাজার এর সোহাগ পরিবহন এর কাউন্টার মাস্টার সহ মোট তিনজন আহত হন আহত দের কে যশোর সদর হসপিটাল এ পাঠানো হয়।
ঢাকা থেকে আসা বেনাপোল গামী কেমিক্যাল বাহী ট্রাক আজ সকাল আনুমানিক ৯.৩০এর দিক এ নিয়ন্ত্রণ হারিয়ে যশোরের ধলগা রাস্তা বাজার এর বাস কাউন্টার এর ভিতর এ ঢুকে জাই ট্রাক টি উল্টে পড়ে ট্রাক টি তে থাকা কেমিক্যাল এ আগুন ধরে জাই পরে স্থানই ও জনগণ ৯৯৯এ কল করে ঘটনার
বিষয় এ অবগত করেণ খবর পেয়ে তুলারাম পুর হাইওয়ে থানার একটি টিম বাঘারপাড়া থানা পুলিশ এর একটি টিম ও বাঘারপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণ এ আনে