শাহজাহান আলীঃ স্টাফ রিপোর্টার,
বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম ও বগুড়া-১ আসানের সংসদ সদস্য সাহাদারা মান্নান সারিয়াকান্দি-সোনাতলা উপজেলার বন্যা দুর্গম বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
০৫ জুলাই(শুক্রবার) দুপুর ৩টা থেকে বিকাল ৬টা পর্য়ন্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম ও বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান সারিয়াকান্দি ও সোনাতলায় বন্যা দুর্গম বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
এসময় সারিয়াকান্দি সদর ইউনিয়নের শালুকা চরে এবং কালিতলা পয়েন্টে বন্যা কবলিত ৪৫০ পরিবার এবং সোনাতলার পাকুল্লা ইউনিয়নের মুজিবকিল্লায় ও তেকানি চুকানিতে ৪০০ পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে বিভিন্ন ত্রাণ সামগ্রিক বিতরণ করা হয়।
বিতরণকৃত ত্রাণসামগ্রিক এর মধ্যে ছিলো ১০ কেজি চাল ও শুকনা খাবার(মুড়ি,চিড়া,গুড়,
তেল,পিঁয়াজ,আটা,ডাল,রসুন,
স্যালাইন,হাইজিন কিট)
ইত্যাদি।
এসময় জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন,বন্যায় পরিস্থিতি মোকাবিলাসহ ক্ষতিগ্রস্হ পরিবারদের জন্য সরকারের নির্দেশনামতে জেলা প্রশাসন বগুড়া সকল ধরনের প্রস্ত্ততি গ্রহণ করেছে।