মো.মাইনুল ইসলাম: সাভার উপজেলার রাজাশন এলাকায় আলহেরা স্কুল অ্যান্ড কলেজ নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অফিস কক্ষ থেকে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শফিকুর রহমানের (৫০) মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।
শুক্রবার (৫ জুলাই) বিকাল আনুমানিক ৪ টার দিকে সাভার উত্তর রাজাসনে এ ঘটনা ঘটে।
তথ্যসূত্রে জানা যায়,নিহত শফিকুর রহমান সাভার উত্তর রাজাশন এলাকার শামসুদ্দিনের ছেলে এবং আলহেরা স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীরা জানায়, আজ বিকেলে শফিকুর রহমান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, এমন খবরের ভিত্তিতে ঘটনাস্থলে আসেন এলাকাবাসী। তাৎক্ষণিক তারা দেখতে পান নিহত শফিকুর রহমানের মরদেহটি তার পরিবারের সদস্যরা ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে অফিস কক্ষের বাড়ান্দার মেঝেতে এনে…
[3:43 PM, 7/6/2024] Maynul Vi Ripotar: এ ঘটনার ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব সিকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের পারিবারিক কলহের বিষয়টি আমাদের সামনে উঠে এসেছে। সুতরাং
এটি হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি ময়নাতদন্তের পর জানা যাবে। অধ্যক্ষ শফিকুর যদি হত্যার শিকার হয়, তাহলে হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হবে।