1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
রামপালে মামলা করায় প্রাণনাশের হুমকিতে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
পাথরঘাটায় নিহত সোহাগের পরিবারের পাশে নুরুল ইসলাম মণি জলঢাকায় শিক্ষা প্রতিষ্ঠানে জমি দান করে দশ বছর পর মালিকানা দাবী বিষপানে গ্রাম পুলিশের মর্মান্তিক মৃত্যু কচুয়া ছাত্রদলের আয়োজনে ভিক্ষুক মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ওসি লোহাগাড়ার দূর্ধষ অভিযানে অস্ত্র,কার্তুজ ও ইয়াবাসহ আটক-দুই চাঁন্দগাও থানায় পরোয়ানা ভুক্ত ০২ জন আসামী গ্রেফতার শেরপুরে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে বহিষ্কার ধুনটে যমুনা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন মনির শহিদ হিফজুল কোরআন ও নূরানী মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের শিশুসহ নিহত ২, আহত ৩

রামপালে মামলা করায় প্রাণনাশের হুমকিতে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৫৫ বার পড়া হয়েছে

 

হারুন শেখ
বাগেরহাট জেলা প্রতিনিধি।।

বাগেরহাট রামপালে জমির বিরোধে মারপিট করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা করে বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর ছেলে রফিকুল ইসলাম। শনিবার (৬ জুলাই) প্রেসক্লাব রামপালের সভাকক্ষে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে জানান, উপজেলার ছোট নবাবপুর গ্রামে গত ইং ০৪-০৫-২০২৪ তারিখ ভোর সাড়ে ৫ টার সময় বৃদ্ধ পিতা শামসুর রহমান ও মাতা আসমা বেগমকে মারপিট করে হাত- পা ভেঙ্গে পঙ্গু করে দেন প্রতিপক্ষ বজলুর রহমান মোল্যা, বাবলুর রহমান মোল্যা, আশিকুজ্জামান, রাসেল মোল্লা, ওসমান মোল্লা,কাকলী বেগম, খাদিজা বেগম, শাওন শেখ সহ অজ্ঞাত ৪/৫ জন। ওই সময় তারা গরু ক্রয়ের জন্যে পকেটে থাকা ১ লক্ষ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। তাদের বিরুদ্ধে আমার মাতা আসমা বেগম বাদী হয়ে রামপাল থানায় মামলা করলে কিছু দিনের মধ্যে আইনের ফাঁক দিয়ে জামিনে বের হয়ে আসেন আসামীরা। তারা এসেই মামলার তুলে নিতে একের পর এক হুমকি দিচ্ছে। প্রকাশ্যে বলে বেড়াচ্ছে মামলার না তুললে তোর মা-বাপের মত করুণ পরিণতি ভোগ করতে হবে। এতে আমরা পরিবার পরিজন নিয়ে মারাত্মকভাবে নিরপত্তাহীনতায় ভুগছি। আমরা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের লেখনির মাধ্যমে পুলিশের নিরাপত্তার ও আইনগত ব্যাবস্থা গ্রহনের দাবী করছি।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত বাবলুর রহমান মোল্লা ও কাকলী বেগমের সাথে মুৃঠোফোনে কথা হলে তারা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের কিছুই বলা হয়নি বা কোন হুমকি দেয়া হয়নি। আমাদের সাথে বিরোধ বেধেছে। আমরা মিমাংশার চেষ্টা করছি।
সংবাদ সম্মেলনে ভিকটিম বাদী আসমা বেগম ও তার কন্যা আয়শা খাতুন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি