সিরাজগঞ্জে চৌহালীর যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে চৌহালীর বিভিন্ন পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করেছে। একই হারে বাড়ছে অভ্যন্তরীণ ইউনিয়নের নদ-নদীর পানিও। এ কারণে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের রাস্তা-ঘাট ও ফসলি জমি তলিয়ে যাচ্ছে। দেখা দিয়েছে নদীভাঙন। পানি আরও চার-পাঁচ দিন বাড়তে পারে বলে আশঙ্কা করছে পাউবো। এ কারণে বন্যা আতঙ্কে রয়েছেন নদী পাড়ের মানুষ।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (৬জুলাই) দুপুর ৩টা পর্যন্ত ১৩ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ২৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার এবং চৌহালীর পয়েন্টে ৩২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মাহবুবুর রহমান বলেন, পানি আরেও চার-পাঁচ দিন বাড়তে পারে। পানি বাড়লেও বড় ধরনের বন্যা হওয়ার আশঙ্কা নেই। তবে স্বল্পমেয়াদি মাঝারি ধরনের বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। ভাঙনকবলিত এলাকাগুলোতে বালিভর্তি জিওব্যাগ ফেলা হচ্ছে। এদিকে যমুনা নদীতে পানি বৃদ্ধির কারণে অভ্যন্তরীণ নদ-নদী বিভিন্ন ইউনিয়নে সমানতালে পানি বাড়ছে।
এ পরিস্থিতিতে চৌহালী উপজেলার বাঘুটিয়া ও খাষপুকুরিয়া ও উমারপুর নদীতীর, চরাঞ্চল ও নিম্নাঞ্চলের রাস্তাঘাট, আবাদি জমি পানিতে তলিয়ে যাচ্ছে। অনেকের বাড়িতে পানি ওঠায় তারা নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেছেন। এসব এলাকায় বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে পানি উঠেছে। এ বিষয়ে উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মো: সাব্বির আহমেদ সিফাত জানিয়েছে, এ পর্যন্ত উপজেলার ৮০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। আর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার পিআইও হেকমত আলী জানান, আমরা বন্যা মোকাবেলায় প্রস্তুত রয়েছি।
চৌহালী উপজেলার দুটি ইউনিয়নে নদীভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কবলে পড়ে এসব এলাকার বেশ কিছু বসতবাড়ি ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান জানান, যমুনাসহ নদ-নদীর পানি বাড়লেও বন্যা পরিস্থিতির এখনো অবনতি হয়নি। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পুরো উপজেলা জুড়ে ৩ টি বন্যা আশ্রয়কেন্দ্রসহ মোট ৪৭ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত আছে এছাড়াও ৫০ টি হাইজিন কিট বক্স এবং ৫০,০০০ পিছ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সংরক্ষিত আছে শীঘ্রই জনপ্রতিনিধিদের সাথে নিয়ে বিতরণ করা হবে। প্রতিটি ইউনিয়নে পরিস্থিতি মোকাবেলায় যথেষ্ট প্রস্তুতি রয়েছে।আর ভাঙ্গন কবলিত দুটি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের পরিবারসহ বন্যাকবলিত ভুতের মোড়ের বেশকিছু পরিবারে মাঝেও এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে বলে জানান এ কর্মকর্তা।
দৈনিক নিউজ রিপোর্টার
মো: মোসলেম উদ্দিন সিরাজী
উপজেলা প্রতিনিধি