আব্দুস সামাদ
লালমনিরহাট জেলা প্রতিনিধি।।
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌর সভায় পর্যায়ক্রমে মোট ১৭০০ জন কৃষককে বিনামূল্য ০৫ কেজি রোপা আমন উফশী জাতের ধান বীজ এবং ১০ কেজি পটাশ ও ১০ কেজি ডিএপি সার সহায়তা প্রদান করা হয়। ২০২৩- ২৪ অর্থ বছরে প্রান্তিক কৃষকের মাঝে খরিপ ২/২০২৪ -২০২৫ মৌসুমে রোপা আমন ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ বেলা ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল গাফফার বলেন, আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মঝে বিনামূল্যে প্রতিজনকে ৫ কেজি বীজ, ১০ কেজি পটাশ ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।
সার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষিবিদ মোঃ আব্দুল গাফফার।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এম পি।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন বাবুল,পৌর মেয়র মোঃ রাশেদুল ইসলাম সুইট,উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু,মহিলা ভাইস চেয়ারম্যান রেজওয়ানা পারভীন সুমি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু তালেব, যুগ্ন সাধারণ সম্পাদক খোরশেদ আলম রেজা, ত্রাণ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেকেন্দার আলি, প্রমুখ।