1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
কাজিপুরে বন্যার পানিতে ভাসছে ২০ শিক্ষা প্রতিষ্ঠান - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
‎রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনে চলনবিল ক্ষতির অভিযোগ ভিত্তিহীনঃসংবাদ সম্মেলন সীমান্তে ভারতীয় নাগরিকের মাধ্যমে অবৈধ বাণিজ্য: বিজিবির হাতে ৮০ কেজি পণ্য জব্দ বগুড়া পুণ্ড্র ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি জিহাদ সাধারণ সম্পাদক রাকিবুল দক্ষিণ ২৪পরগনার জেলার জমিয়ত উলামা হিন্দের সম্পাদক মুফতি আমিন উদ্দিন সরদারের উপস্থিতে ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস পতাকা উত্তোলন উল্লাপাড়া মার্চেন্টস্ হাইস্কুলের ছাত্র “সানিমের” অপহরণের চেষ্টা, নিরব প্রশাসন পলাশবাড়ী সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত সাংবাদিক তুহিনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে উত্তাল রাজশাহী, মানববন্ধন ও দোয়া অনুষ্ঠিত মেহেরপুরে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎সাংবাদিক তুহিন হত্যার ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত গাজীপুরের সাংবাদিক’রা আন্দোলন চালিয়ে যাবে জামালপুর জেলা যুবদলের আয়োজনে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

কাজিপুরে বন্যার পানিতে ভাসছে ২০ শিক্ষা প্রতিষ্ঠান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

 

আব্দুল মজিদ (স্টাফ রিপোর্টার)উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং প্রবল বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি এখন বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদী তীরবর্তী নিম্ন এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে।
শুক্রবার (৫ জুলাই) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানি সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২৮ মিটার। এ পয়েন্টে নদীর পানি গত ১২ ঘণ্টায় ১৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে কাজিপুর মেঘাই পয়েন্টে পানি সমতল রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ১২ মিটার। এ পয়েন্টে নদীর পানি ১২ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, গত জুন মাসের প্রথম থেকে যমুনা নদীতে পানি বাড়তো এবং কমতো। কিন্তু গত ২৭ জুন থেকে যমুনা নদীর পানি ব্যাপকভাবে বেড়ে চলেছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হাসান এসব তথ্য নিশ্চিত করেন।
কাজিপুরের খাসরাজবাড়ী, তেকানি, চরগিরিশ, নিশ্চিন্তপুর, মাইজবাড়ী সহ নানাস্থানে দেখা দিয়েছে ভাঙন। আর বন্যার পানি প্রবেশ করেছে প্রায় ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় আরও অনেক প্রতিষ্ঠানে পানি প্রবেশের আশঙ্কা করা হচ্ছে। এসব প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা না করলেও কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে যেতে পারছেনা। বীরশুভগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবু সাইদ জানান, বন্যার পানি আমাদের স্কুলে প্রবেশ করেছে। তারা আসলেও কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে আসছে না।
কাজিপুর উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান জানান, যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে তাতে আরও শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকবে। পাঠদানও বন্ধ করতে হবে। তবে শিক্ষকদের মৌখিক নির্দেশনা দেওয়া আছে ঝুঁকি নিয়ে ক্লাস করার দরকার নেই। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন জানান, বন্যা মোকাবেলায় সার্বিক প্রস্তুতি রয়েছে। প্রতিটি ইউনিয়নে একটি করে এবং প্রাণিসম্পদ অফিস তিনটি মেডিকেল টিম গঠন করেছে। প্রস্তুত রাখা হয়েছে বন্যা আশ্রয়কেন্দ্র ও মুজিব কেল্লাগুলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি