মোজাম্মেল হক, (নোয়াখালী) প্রতিনিধি:
চাটখিল পৌর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত চাটখিল মহিলা ডিগ্রি কলেজ মাঠে জঙ্গলে ভরা, সাপ বিচ্ছুর আতঙ্কে রয়েছে শিক্ষক-শিক্ষাথীরা। কলেজ ক্যাম্পাসের ভিতরে ঢুকে দেখার বুঝার উপায় নেই এখানে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। মনে হয় এটি কোন জনমানব শূন্য দূর্গম পাহাড়ী এলাকা। যেন দেখভালো করার মত এর কোন কর্তৃপক্ষ নেই। অথচ এই প্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ বিষয় ভিত্তিক সকল শিক্ষক রয়েছে। শক্তিশালী পূর্ণাঙ্গ গভেনিং বডি দ্বারা কলেজটি পরিচালিত হলেও কলেজটির সৌন্দর্য বর্ধনে কিংবা শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তায় করণীয় যেন কিছুই নেই।
দ্রুত এব্যাপারে পদক্ষেপ গ্রহন করা না হলে, যে কোন সময় শিক্ষক-শিক্ষার্থীরা সাপ-বিচ্ছুর আক্রমণের শিকার হতে পারে। মাঠের এই সমস্যা সম্পর্কে শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে আলাপ করলে কেউ কর্তৃপক্ষের ভয়ে মুখ খুলতে রাজি হয়নি।
এবিষয়ে শনিবার (০৬ জুলাই) দুপুরে চাটখিল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলামের মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বিরাজমান সমস্যার কথা স্বীকার করে জানান, বিষয়টি সমাধানের প্রচেষ্টা চলছে। এসময় তিনি, যত দ্রুত সম্ভব সমস্যা সমাধানের আশ্বাস দেন।