মোস্তাক আহমেদ বাবু রংপুর ।
রংপুরের পীরগাছা থানার এক গর্জিয়াস অফিসার এসআই মোঃ আনিসুর রহমানের বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন,পীরগাছা থানা উপজেলার সকল সাংবাদিক নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন প্রবীণ সাংবাদিক তোজাম্মেল হক মুন্সি ও সঞ্চালনায় ছিলেন ,আজকের পত্রিকার প্রতিনিধি তাজরুল ইসলাম সহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত এসআই মোঃ আনিসুর রহমান, ও সাংবাদিক সুধীজনেরা।
উল্লেখ্য যে,এসআই মোঃ আনিসুর রহমান পীরগাছা থানায় এক গর্জিয়াস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি কর্মময় জীবনে এলাকাবাসীদের সঙ্গে সুসম্পর্ক ও থানার সকল অফিসারদের সঙ্গে আন্তরিকতা ভাবে তার কর্মময় জীবন নিষ্ঠার শহীদ পালন করেন। তার কর্মময় জীবনের কিছু কাজের দক্ষতার কথা বলেন,প্রবীণ সাংবাদিক তোজাম্মেল হক মুন্সী। তিনি পীরগাছা থানা থেকে মিঠাপুকুর থানায় যোগদান করে তার কর্মময় জীবন নিষ্ঠার সহিত পালন করবেন বলে তার প্রতি সকলে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রবীণ সাংবাদিক তোজাম্মেল হক মুন্সী, সাংবাদিক তাজরুল ইসলাম এসআই মোঃ হামিদুর রহমান, এসআই মোঃ আতিকুল ও পীরগাছা উপজেলার সকল সাংবাদিকবৃন্দরা সহ স্থানীয় এলাকার সুধী-জনেরা । বক্তারা জানান এস আই মোঃ আনিসুর রহমান ছিলেন ভালো মনের একজন মানুষ এবং তিনি দায়িত্ব-কর্তব্যে এক নিষ্ঠাবান এসআই হিসেবে দায়িত্ব পালন করে গিয়েছেন । তাই সবার মুখে মুখেই ওনার প্রশংসা আজ ভেসে বেড়াচ্ছে । ওনার বিদায় বেলায় সাংবাদিকদেরা দুঃখ প্রকাশ করেছেন উনার মত ভাল মানুষ আমরা আর পীরগাছায় পাব কিনা তা জানি না । তবে উনি যেখানেই যাক আল্লাহ যেন ওনাকে হেফাজত করেন উনি যেন বড় অফিসার হয়ে আবারো আমাদের পীরগাছার মাটিতে আসতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করেছেন বক্তারা ।
(একটি কথা মনে পড়ে গেল আমার : যেতে নাহি দেবো হায়, তবুও যে যেতে দিতে হয় এটাই নিয়তির খেলা )
খুবই কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক, এই বিদায়ী অনুষ্ঠান। সুন্দর হোক, সমৃদ্ধ হোক ,ওনার পরিবার ও উনার জীবন । একটি ক্রেস উপহার ও মিষ্টি মুখের মধ্য দিয়ে এই বিদেয়ী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ।