বোরহান উদ্দিন জেনিফ নান্দাইল প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চর বেতাগৈর ইউপিতে চরশ্রীরামপুর আনন্দবাজার ব্যবসায়ী ও যুব সমাজের উদ্যোগে শেখ রাসেল স্মৃতি স্বরণে চরকোমরভাঙ্গা একাদশ বনাম চৈতনখালী একাদশ এর মধ্যকার হাডুডু ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান।
আরো উপস্হিত ছিলেন নান্দাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল আলম রাসেল,নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল মজিদ, ইউপি চন্ডীপাশা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূঁইয়া, চর বেতাগৈর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান সরকার,
১৩ নম্বর চর বেতাগৈর ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন সহ বিভিন্নস্তরের দলীয় নেতাকর্মী ও খেলা প্রেমী সর্বস্তরের হাজারো সাধারণ মানুষ।
শনিবার বিকেল ৩ টার দিকে চরশ্রীরামপুর আনন্দ বাজার সংলগ্ন অস্থায়ী খেলার মাঠে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি। খেলা শুরুর আগেই খেলার মাঠে হাডুডু প্রেমী দর্শক কানায় কানায় ভরে যায়।
দূরদূরান্ত থেকে মানুষ আসছে হাডুডু খেলা উপভোগ করতে। উৎসবমুখর পরিবেশ ছিল মাঠজুড়ে। ছোট্ট শিশু থেকে শুরু করে বয়স্করাও উপভোগ করলেন গ্রামীণ ঐতিহ্যবাহী এই খেলা।
দু’দফায় ৬০ মিনিট খেলা শেষে চৈতনখালী একাদশ ১৪ পয়েন্ট ও চরকোমরভাঙ্গা ৪ পয়েন্ট অর্জন করে। পয়েন্টের ভিত্তিতে চৈতনখালী একাদশকে বিজয়ী ঘোষণা করেন বিচারক প্যানেল।
খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কার হিসেবে একটি বিশাল বড় ষাড় গরু প্রদান করেন অতিথিরা।