তপন দাস, নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে আপন মামাতো ও ফুপাতো দুই ভাই মোহাম্মদ তুহিন (১২) ও মোহাম্মদ সিয়াম (১৪) নামে শিশু ।
রবিবার দুপুরে নিখোঁজ হওয়ার বিষয়ে নিখোঁজ হওয়া দুই পরিবারের পক্ষ থেকে নীলফামারী সদর থানায় একটি নিখোঁজ ডায়রি ( জিডি) দায়ের করেন।
নিখোঁজ হওয়া দুই শিশু হলো নীলফামারী জামিয়া ইসলামিয়া দারুলউলুম মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ তুহিন এবং নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সিয়াম ।
নিখোঁজ সিয়াম সদর উপজেলার টুপামারী ইউনিয়নের সরকার পাড়া এলাকার মোহাম্মদ হারুন অর রশিদ এর ছেলে এবং নিখোঁজ তুহিন একই ইউনিয়নের পুরাতন রেলস্টেশন এলাকার মৃত মাহাবুল ইসলামের ছেলে।
নিখোঁজ হওয়া দুই শিশুর পরিবার সুত্রে জানা যায় গত শুক্রবার দুপুরে নামাজ শেষ করে খেলার উদ্দেশ্যে তারা বাসা থেকে বের হয়, এর পর থেকে তাদের আর খোঁজ পাওয়া যায় নি। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা আছে সবার বাসায় খোঁজ নিয়ে ও তাদের আর পাওয়া যায় নি আজ তিন দিন হলো এখনো তাদের কোন খোঁজ নেই ।
এদিকে নিখোঁজ হওয়া শিশু সিয়াম এর বাবা হারুন অর রশিদ এর সাথে কথা হলে তিনি বলেন নিখোঁজ হওয়ার দুই দিন পার হয়ে গেলেও এখনো তাদের কোন খোঁজ পাওয়া যায়নি তারা কি নিখোঁজ হয়েছে না কেউ তাদের অপহরণ করছে তাও কিছু বুঝতে পারছি না।
এবিষয়ে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম বলেন নিখোঁজ হওয়া দুই শিশুর বিষয়ে তাদের পরিবার নিখোঁজ ডায়রি করছে । ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে ।